মরার আগে মরবো না মনে জাগ্রত হোক প্রত্যয়
মৃত্যুভয়কে পরাজিত করে আমরা জন্মেজয় ,
প্রতি পদে পদে লজ্জা এসে বাঁধে প্রতিটা ধর্মে কর্মে
অসতের পথ ধরবো না মোরা সততা রাখবো মর্মে ।
যত অভাবই থাক না কেন আদর্শ নয় ভিক্ষাবৃত্তি
ঘরেতে অভাব নাই নাই ভাব তবুও ধরিনা চৌর্যবৃত্তি ,
বিদ্যাবুদ্ধি আছে যতটুকু তা নিয়েই চলা দিনরাত
থাকি মহাসুখে ঘাম ঝরিয়েও দুমুঠো খেয়ে নুনভাত।
একান্ত ইচ্ছা মানুষ করবো পেটেরই ছেলেপুলে
করে চলি শ্রম মানস পূরণে হাজারও কষ্ট ভুলে ,
সাধ আহ্লাদের গলা টিপে মারি সন্তানের মুখ চেয়ে
জামার হাতে মুছি অশ্রুবারি আসে ঊর্মিসম ধেয়ে ।
ক্ষমতা যতই সীমিত হোক একটা কাজ ঠিক করি
গরম পেয়ালায় তুফান তুলে সমালোচনাতেই ভরি ,
আইন আদালত পুলিশের ঘা সতত এড়িয়ে চলি
মুখ লুকাতে কখনো বা ধরি এঁদো পথ কানাগলি ।
স্বপ্ন দেখি শুধু আকাশ কুসুম নেবো স্বস্তির শ্বাস
জীবন্মৃতরা তবুও থাকে বেঁচে অপ্রাপ্তিতে দীর্ঘশ্বাস ,
এভাবেই কাটে জীবন যৌবন হাজির পড়ন্তবেলা
মধ্যবিত্তের রোজনামচা এক অভিশপ্ত কালবেলা ॥