একশ দিনের
কাজের ঠিকে ,
লাগিয়ছি ঐ ঝরবি নাকি
আকাশ তটে । অঝোর ধারে
কোদাল কাটা পুজোর আগে
মেঘ মালাকে , দখিন বঙ্গে ।
করবে জড়ো উত্তর বঙ্গ
মিলাবে ঘাটে । জল থৈ থৈ ,
লাগাম ছাড়া অবাক হই
মেঘের রাশি , বারিষ রঙ্গে ।
করছে আড়ি আয়রে ত্বরা
এ ওর সঙ্গে । ছেড়ে উত্তর ,
মিলবি কিরে পড়বি আয়
জমাট বেঁধে , ঝর ঝরিয়ে ।
বর্ষা শেষের ভরবে খাল -
তিন ঋতুতে !! ভর্তি পুকুর ,
জল গড়াবে
গড় গড়িয়ে ॥