নিভু নিভু প্রায়
বাঁচাতে যে চাই
জীবনের শিখাখানি ,

শুধু মনে ভয়
কি হয় কি হয়
রক্ষা পাবে তো প্রাণ পাখিখানি !!

দমকা এক ঝড়ে।
নিভাবে কি তারে
ভয়ে বুক দুরু দুরু ,

প্রাণ বাজি ধরা
সময় পরম্পরা
পাঞ্জার আড়ে রক্ষা করা শুরু ।

একদিন হবে শেষ
শ্বাস যবে নিঃশেষ
থাকবে জীবন স্মৃতি ,

আসবে এক কান্ডারী
বাইবে সে শেষ তরী
এ ভুবনের কার্যকলাপ হবে বিস্মৃতি ॥