এসো চিন্ময়ী এসো অসুরদলনী মা
নির্মূল করো এ পৃথ্বীর অভিশাপ ,
স্বজন হারানোর ব্যথায় আকুলচিত্ত
কান পেতে শোনো মা সবার বিলাপ ।
তুমি কি পাষাণী তুমি কি শুধু মৃন্ময়ী
মানুষের বিশ্বাসে দিও না আঘাত ,
চির আনন্দ ফিরিয়ে দাও আনন্দময়ী
কতো সইবে বলোতো ঘাত প্রতিঘাত ।
সবাই যে তোমার সন্তান সেকি ভুলেছ
কিভাবে আছো তুমি ! তুমি যে মঙ্গলা ,
বিষাদের সুর এখন আকাশে বাতাসে
নাশো ঘোর দূর্দিন অসুরনাশিনী নির্মলা ।