একটা
কথা বলি শোনো
মনের মাঝে ঘোর তমসা
বৃথায় তোমায় খোঁজার আশা
বলতে মোটেও চাও নাকো
নীরব তুমি কেন থাকো
বলবে কি ?
আমার
গোপন বাসনা
ইচ্ছে করে বসবো পাশে
গল্প অনেক শোনারই আশে
তোমার কাছেই বসে পড়া
প্রহর কিছু পার করা
গল্প করেই...
কেবলি
তোমার কথা ভাবা
ইচ্ছে তোমার অবুঝ ভীষণ
করতে পারোনি আজও আপন
হিসাবে গোল কতটা পাওয়া
নির্নিমেষে শুধুই চাওয়া
দুঃখে থাকা ।
অলক্ষ্যে
মনের খাতায়
অঙ্ক কষা আপন মনে
মিলবো কবে তোমার সনে
পাইনা খুঁজে কোন সমাধান
বাদ সাধে বিধির বিধান
দুরত্ব মাঝে....
একলা
একলা ভাবা বসে
ঘুঁচবে কবে এই ব্যবধান
আকুল এ অন্তর বড়ই উচাটন
বইছে বাতাস ফাগুন ঢঙে
মন রাঙানো বসন্ত রঙে
খেলছে হোলী ।
****
২৪|১|১৯