রাস্তাঘাট শুনশান জনতার কার্ফূর জন্য , পরিবহন ব্যবস্থা নাই বললেই চলে । ডিউটি করে ৪৫ মিনিট হেঁটে বাড়ি ফিরছিলাম । পথে এক সুসজ্জিতা পাগলীর আপনমনে রাস্তায় হাঁটা দেখে নিজেকেও পাগলী ছাড়া কিছুই মনে হলো না ।
#দুই #পাগলী
এক পাগলী হ্যাবলী সেজে
রাস্তায় ঘোরে একমনে ,
আরেক পাগলী ঊর্দ্ধশ্বাসে
হাঁটছে তার বাড়ির টানে ।
এক পাগলী আপনমনে
রৌদ্রে ঘোরে পথের নেশায় ,
আরেক পাগলী রৌদ্রে হাঁটে
করোনা ধ্বংসের আশায় ।
এক পাগলীর ভোঁতা বোধ
জানে না সে ভাইরাসের কোপ ,
আরেক পাগলীর চেতনা অনেক
গিলবে না করোনার টোপ ।
এক পাগলীর ফুটপাতে বাস
খোলা আকাশটাই তার ছাদ ,
আরেক পাগলীর ঘরে আবাস
ভয় করে জয় আতঙ্ক বাদ ।
এক পাগলী স্বজন হারা
কেউ রাখে না তার খোঁজ ,
আরেক পাগলীর ভরা সংসার
কর্তব্যের টানে ছুটছে রোজ ॥