অবশ্য করণীয় একটা কাজ
টেস্ট টেস্ট টেস্ট আর টেস্ট ,
তবেই তো আমরা করতে পারি
করোনার সাথে মহা কনটেস্ট ।
রোগীর যদি থাকা খুব সান্নিধ্যে
অথবা যদি বোঝো কোন লক্ষণ ,
সর্দি কাশি জ্বর আর গলাব্যথা
(লালা)টেস্টটা যেন হয় বিলক্ষণ ।
রোগকে চেপে লাভ কি হবে
রোগী হওয়া তো অপরাধ নয় ,
চিকিৎসাকেন্দ্রে যাওয়া বাধ্যতামূলক
দূরে হঠুক এ ভাইরাসের ভয় ।
সময় মত ঠিক চিকিৎসা শুরু
তবেই না হবে রোগ নিরাময় ,
লুকিয়ে রাখা বরং বেশীই ক্ষতি
রোগেরই তো হবে মহা মহাজয় !
লক ডাউনে আছোই তো ঘরে
কারোর আবার টনক না নড়ে ,
যথেচ্ছ ভাবে চলে ঘোরা ফেরা
সপরিবারে যেন না সঙ্কটে পড়ে ।
ভালোমন্দ না হয় পরেই খেও
ভাতে ভাতটাই সব এখন খাবে ,
তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে পরে
সেটাই রেঁধো যেটা ইচ্ছা হবে ।
রোগ চেপে রাখা বড় গর্হিতকাজ
গরু গাধা আমরা নই অরুণা ,
নিজের ভালো আস্ত পাগলেও বোঝে
করজোরে যে চাই সবার করুণা ।
আমরা মুখোমুখি যে ঘোর যুদ্ধে
(এসো)হাতে হাত রেখে সামিল হই ,
সমুখ সমরে যাঁরা লিপ্ত আছেন
তাদের কথা সবাই ভাবছে কই !!
দিবারাত্রি তারা শ্রম করে যায়
মান্যতা দাও তাদের মহান কাজে ,
পরিবার ঘরে বসে থাকে অপেক্ষাতে
তারাই ভুক্তভোগী স্বেচ্ছাচারের অকাজে ।
জীবে প্রেম যাঁর মহান ব্রত
(তিনি)ভারত সন্তান স্বামী বিবেকানন্দ ,
সেই দেশেতে আমরা বসত করি
সবে উপভোগ করো সেবার আনন্দ ॥