নিঝুম নিস্তব্ধ বনে আঁধার ঘনায় গাঢ়
নিশ্চিদ্র অন্ধকার গ্রাস করে সব দিক ,
কায়াহীনে জাগার জন্য সুযোগ খোঁজে কেবল
দিশেহারা বনের মাঝে একলা পথের পথিক ।
আঁধার যখন ঘনায় এসে পাতার কোলে কোলে
তাচ্ছিল্য আর উপেক্ষাতে চাঁদকে হেয় করে ,
ঈষৎ হেসে ছড়িয়ে পরে চাঁদের জোছনধারা
কি অপরূপ আবেশ ছড়ায় দৃষ্টি নাহি সরে ।
কে বলে তার কালিমা আছে শীতলবক্ষ মাঝে
বনের পথে আলোক ঢালে গল্প রূপকথা ,
একলা পথিক চিনে নেই চলার পথখানি
রাতজাগা এক পাখির ডাকে ভাঙে নীরবতা ।
এ যেন কোন স্বপ্নপুরী....বসত মনের কোণে
দীঘল দীঘল তরুর শাখে জোছন আনাগোনা ,
মায়ার জাল ছড়িয়ে রেখে আবেশ আনে মনে
কলম হাতে কবির মনে শব্দের জালবোনা ।
শার্সি গলে ঝরছে আলো দূরে বনের মাঝে
অশরীরী মারছে উঁকি গাছের ফাঁকে ফাঁকে ,
আলো আঁধারীর ছায়ায় মেতে সজাগ বনানী
সীমিত রঙ তুলির টান শিল্পী কোলাজ আঁকে ॥
•••••••○••••••