চিরসাথী
******

ঐ কুহু ডাকে সহকারশাখে....
মুকুল দিয়েছে দেখা ,
ভ্রমর অলি গুঞ্জরিয়া যায়....
মধু আহরণে সহ সখা ।

আমের মুকুল সুগন্ধ ছড়ায়....
মন মাতানোর ঢঙে ,
নব পল্লবিত শাখা প্রশাখা....
সজ্জিত রঙ বেরঙে ।

শিমুল পলাশের ভেঙ্গেছে ঘুম....
মনে লাগে হিন্দোল ,
চোখের পাতায় রঙীন নেশা...
ফুটেছে আমের বোল ।

মনের গহীনে নূতন স্বপ্ন....
রাগে আর অনুরাগে ,
মনমধুপে কত গান গাহে....
বসন্তবাহার রাগে ।

প্রকৃতির শোভা অতি সুশোভিত....
আবেশিত মোর মন ,
চতুর্দিকে ধায় চঞ্চল চোখ....
মুগ্ধতায় করে যাপন ।

কুহুকুহু রবে বিবশিত চিত্ত....
নব বসন্তের ভাবে ,
চিরসাথী সদা থেকো সাথে...
তোমার স্বীয় স্বভাবে ॥
১|২|১৯