সাত কাণ্ড রামায়ণ আর আঠারো পর্বে মহাভারত
সব কিছুকে পিছনে ফেলে খণ্ড খন্ড ভূভারত ,
বিশ্ব জুড়ে চলছে লড়াই ক্ষমতার চলে প্রদর্শন
আইন কানন নিয়ম নীতি সব কিছুরই ঘোর বিসর্জন ।
চক্র ব্যুহে পড়েছি ঢুকে অভিমন্যু আমরা সবে
বেরোবার রাস্তা খুঁজি কোন পথটা খোলা তবে...!!
মুক্তি পাবার দরজা নেই সবগুলোতেই গরাদ আঁটা
যেদিকে যাবে দেখতে পাবে লক্ষ্মণের গণ্ডি কাটা ।
বিশের বিষে জর্জরিত দুনিয়া জুড়ে এক সমস্যা
চোখে দেখছি সর্ষের ফুল এইতো হালের বারোমাস্যা ,
তীরধনুকের যুগটা গিয়ে পাঁচটা রাফাল এলো উড়ে
দেশের বাইরে ছাড়বে বোমা থেকেও সে বহুৎ দুরে ।
কলির সুভদ্রারা ঘুমের দেশে যুদ্ধ যুদ্ধ গল্প কানে
ব্যুহের মধ্যে ঢুকে ভাবে জীবনবোধের নতুন মানে ,
তাই তো হালের অভিমন্যু আটকে গেছে বীরফাঁদে
রোগদুর্যোগের সাঁড়াশী চাপে প্রাণপাখিটা শুধুই কাঁদে ॥