শরৎ মেঘে দিচ্ছে জানান বর্ষা বিদায় নেবে
কাশফুল ফুটে ভুবনডাঙ্গা যত্নে সাজিয়ে দেবে ,
আবাহনীর গাইবে গীত শিউলী শেফালিকা
আঁধার মনে উঠবে জ্বলে হাজার দীপালিকা ।
টলটল করে দীঘির জল পূর্ণ নয়ানজুলি
শাপলা শালুক কমলকলি জাগবে মাথা তুলি ,
ভ্রমর অলির গুঞ্জরণে চিত্ত পাগল পারা
পরক্ষণেই ব্যথীত হিয়া ভাবনাতে দিশেহারা ।
মাগো তুই আসবি জেনেও আগের আনন্দ কই !!
আমরা যে এখন বড় বিচলিত সদা শঙ্কিত রই ,
ফিরিয়ে দে মা আগের ভুবন সুখেশান্তিতে রাখ
তোর আগমনী গানের সুরে বাজুক হাজার ঢাক॥