বিধাতা পুরুষ খেরোর খাতায়
হিসাব কষেন বসে ,
কার কপালে জুটবে কষ্ট
কে থাকবে রসেবশে ।
শত চেষ্টা করেও কাদের
কেবল নিরানন্দ ,
কারোর জন্য বরাদ্ধ আছে
শুধুই আনন্দ ।
তাঁর যা ইচ্ছা লেখেন তিনি
লেগে থাকেন কাজে ,
সুজন ছাড়া বৃথাই জীবন
বেসুরে সুর বাজে ।