এত ঘাম যাবে কোথা !
নিঙড়ানো সব দেহ ,
ধারণ করার ক্ষমতা -
আছে কি এমন কেহ !
প্রকৃতিও হার মানে -
সহ্য না করতে পেরে ,
সকলের দেহ থেকে
অবিরাম স্বেদ ঝরে ।
কালো মেঘ আকাশে
অঝোর ধারা বরিষণ ,
খুশীর মাত্রা ছাড়ায়
নাই কোন বিশেষণ ।
সারাদিন কিযে গরম
রৌদ্রের দাদাগিরি---
হাঁসফাঁস করে প্রাণ ,
সামলানো দায় ভারি ।
ঝম ঝম ঝর ঝর -
ভেজায় মাটির বুক ,
গাছপালা মাথা নেড়ে
বোঝায় তাদের সুখ ।
মেঘেদের গর্জন
গুড় গুড় গড় গড় ,
এত কেন রাগ দেখি !
জল হয়ে ঝরে পড় ।
তৃষাতুর সকলেই
চায় যে বৃষ্টিসুখ ,
অনেক সয়েছে গরম -
দেখ সবার হাসিমুখ ।
রৌদ্রের তাপে গাছ
নিস্তেজ মরামরা ,
বোধ যদি থাকে দেখ
আনন্দের মাথানাড়া ।
ফটিকজল বলে বলে
চাতকরা যায় উড়ে ,
বারিষের ধারাপাত
ছন্দে ছন্দে ঝরে ।
শান্তির গান ধরে
তৃষাতুরা ধরনী ,
সন্ধ্যার শঙ্খধ্বনি
এসো ওগো বরনী ।
মাঝে মাঝে ঝরে পর
মুখটা ফেরাস না ,
স্বস্তির সুখ দিয়ে
ও বৃষ্টি তুই যাস না ॥॥