আমি না হয়ই ব্রাত্য রইলাম
চাই না ঠাঁই মনে ,
মিলেমিশে থাকা সকলের মাঝে
ভুলি না কোন জনে ।
ছিল কোন কালে এই নামে কেউ
এ ধরিত্রীর মাঝে ,
দিয়েছো কি স্থান খুঁজি মন প্রাণ
সকাল আর সাঁঝে ।
ভুল ত্রুটি সব করে দিও ক্ষমা
যাচনা তব দ্বারে ,
পূর্ণ মোর সাজি সাজায়েছি ডালা
অর্ঘ্য তোমার দোরে ।
ভালোবাসা ছিল ভালোবাসা আছে
চিত্ত আজিকে পূর্ণ ,
নাই বা পেলাম আর চাহি নাগো
প্রাপ্তিটা মোর শূণ্য ।
সুখে থেকো সবে ভালো থেকো ভবে
কামনা করি সদা ,
এ পৃথিবী হোক সতত মধুর
মনটাকে রেখো সাদা ।
ভুলো যেও মোরে মনে রেখো নাগো
দুঃখ নাহি গো কভূ ,
বিদায়ী সে বার্তা ঘোষণা যে শুনি
প্রণাম নিও প্রভূ ॥