ভালোবাসা বেবাক বোকা
বন্দী থাক চার দেয়ালে ,
যেথা সেথা যাস কেন রে...!!
বুদ্ধি হবে না কোন কালে !!
ঠোক্কর খেলে চোখের জলে
বৃথা তুই মরিস কেন !!!
করে রাখ কঠিন পণ -
আর কোত্থাও যাস না যেন ।
থাকবি তুই নিজের মত
একটু দেমাক ধরেই রাখ ,
অবাধ বিচরণ মোটে ঠিক নয়
ভালোবাসা তুই মনেই থাক ।
এসব কথা ভাবতে ভাবতে
কখন যেন কৈশোর পার !!
ভালোবাসার চোখদুটোতে
দৃষ্টি গহীন অতল অপার ।
ডানপিটে আর দস্যি মেয়ে
বোঝেও নি সে চোখের ভাষা ,
মধুপ গুঞ্জরণে বারংবার
ফিরেই গেছে নিয়ে হতাশা ।
এক পক্ষে ভালোই হওয়া -
পরিণতিতে প্রেম সমাধি ,
কিশোরীবেলার ভালোলাগা
টাটকা দেখি আজ অবধি ॥