করোনার করাল গ্রাস
লকডাউনে কররে নাশ
ভেঙে ফেল মানব শিকল সব খানে ।
ওরে ও মানুষ ভাই
বাঁচার আর রাস্তা নাই
ধ্বংস নিশান না যেন ওড়ে প্রতি স্থানে ॥
সরকারের বার্তা শোন
মেনে চল সকলজন
মরবি না রে ,মুক্ত থাকিস রোগের ডোরে ।
হা হা হা পাই যে হাসি
মরবি যে রে সব্বোনাশী
ভুগবি যে রে করোনার হীন থাবার জেরে ।
ওরে ও অবাধ্য লোক
ভুক্তভোগী বিশ্ব গোলক
মরছে দেখ হাজার হাজার বিশ্ববাসী ।
মেনে চল সরকারী হাঁক
বাজাবি দুন্দুভি ঢাক
লকডাউনকে মান্যতা দিলে এই আশ্বাসী ।
চিন্তা আজ সকল লোকের
অবস্থা দেখ ভূগোলকের
দে রে দেখি ভাইরাসের এই ভিত্তি নেড়ে ,
মেনে চল আইনী বিধান
দূরে থাক ধর্মের নিদান
বাঁচলে পরে দেখতে পাবি এই বিশ্বকে রে ॥