রাতের ঘুম বড় অনিশ্চিত
কর্মমুখর সবই ভুলে থাকা ,
সত্যি সত্যিই যদি ভাঙে ঘুম
কালের রেশ মনে ধ'রে রাখা ।
ভানুর প্রভায় আকাশ রাঙানো
ঘুম ভাঙানীয়া পাখির ডাক ,
সচল হয় সমস্ত জীবজগৎ
ভবিষ্যৎ যা ভবিষ্যতেই থাক ।
ঘড়ির কাঁটা চলে টিকটিক
দিনবদলের ধারা সবাই জানে ,
চিনতে হবে সুখের জীয়নকাঠি
বাঁচার আনন্দ জীবনের মানে ।