যতই আমায় হ্যাংলা বলো
আমার তাতে কাঁচকলা ,
জিভ লকলক একটু লোভী
সত্যের নেই ছলাকলা ।
দোকানে কাঁচের বাক্সে
সব দেখা যায় পরিষ্কার ,
তাকাবো না যতই ভাবি...!!
হাতছানি দেয় বারবার ।
হরেক রকম দেখতে ওরা
সাজানো থাকে থরে থরে ,
মন কেমনে বশে থাকে...!
এমন ধারা দেখলে পরে...!!
কতরকম রূপের বাহার
ভিন্ন তাদের নামে ডাকা ,
গোপাল ভাঁড়ের মাছি হলে
যেতাম উড়ে পেলেই দেখা ।
নীচের থাকে তাকিয়ে দেখি
রসে কাটে দিব্যি সাঁতার...!!
এক একটাই একেক রকম..!!
রকমারী তাদের বাহার...!!
জানি আমি খুব সত্যি
ভালো নয় খাওয়া বেশী ,
সামনে তাদের যেই দেখা...!!
নিয়ন্ত্রণের ছিন্ন রশি !!
তবে আমি রাখবো কথা
খাবো না সব এক্কেবারে ,
ঘুরবো ফিরবো খুলবো ফ্রিজ
পুড়বো মুখে টকাস করে ।
থাকলে ঘরে নোলা বাড়ে---
জানি না কার কেমনটি হয় ,
যদিও আমি মহা জ্ঞানপাপী...
দেখিও না কেউ চিনির ভয় ।