ভুলের মাশুল গোনার কাজ আমজনতার
আক্রান্ত আর মৃতের হার বেড়েই চলে ,
রোগের বাড় প্রসাধনীর জাল ব্যবসা---
মন্দির মসজিদ খোলা বাপু কোন সে ছলে !

ঘরে বসেই দিব্যি করা নামাজ পুজো
প্রথমধাপের নিদানে স্তব্ধ গাড়ির চাকা ,
শব্দদূষণ আর বায়ুদূষণের ছিল না বালাই
আর এখন !!
ফাইন হবে---মুখটা যদি না থাকে মাস্কে ঢাকা ।

নিজেদের মধ্যে চাপান উতোর বন্ধ হোক
দায়িত্ব যারা সেধে নিয়েছেন আজ আমাদের ,
হঠকারিতার তুঘলকী রাজে জান নাজেহাল
ইজের কেন ঢিলে প্রশাসন সব তোমাদের !

কাজকর্মের নিদেন কি শুধু খাতাকলমে !
কাজের বেলা অন্তঃসার খোঁজ কে রাখে ?
বুঝে গেছি প্রবাদ সত্য হাড়ে মজ্জায়---
আপনি বাঁচলে বাপের নাম বলে কাকে ।

বেখেয়ালের মাশুল কেনো আমরা গুনি ?
মৃত্যুমুখে ঠেলে দেওয়া কেন প্রশাসন ?
রোগাক্রান্ত মানুষ দেখলেই ঠ্যালাগুঁতো !!
কোথায় গেল পাশে দাঁড়ানোর সেই ভাষণ ?

অভিযোগের জমছে পাহাড় রাশি রাশি--
এভারেস্টকেও ছাড়িয়ে যাচ্ছে সবার ক্ষোভ ,
হাতের থেকে বেড়িয়ে গেছে কি শাসনহাল ?
তাই ফলশ্রুতির বাড়বাড়ন্ত ভয়াল রোগ !!