কাজের ফাঁকে একটু অবসরে কয়েকটি ভালোলাগা অনুভব কে অক্ষরবিন্যাস করে গুটিকয়েক কথাঃ-
যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণের বোধ আলাদা
আত্মতৃপ্তির অভাবিত স্বাদ অভূতপূর্ব ,
প্রতিরক্ষার দায়ভার যাদের হাতে
প্রাণবাজি রাখার খুশী খুব অপূর্ব ।
দেশরক্ষায় বুক-চিতিয়ে চলা নিত্যদিন
পরিবারের সবাই থাকুক পিছনে পড়ে ,
সেনাজীবনের এটাই তো মহৎ কাজ
আপনজনেরা আসবে মনে অবসরে ।
জনস্বার্থে প্রতিটা দিনই উৎস্বর্গিকৃত
স্বপ্ন মনে আসবে ঠিক সেই সুদিন ,
স্বস্তির শ্বাস ফেলতে পারবে দেশবাসী
কোভিট ১৯ নিয়ন্ত্রণে কাটুক দুর্দিন ।
মানবজন্মে আজকে বোধ সার্থকতা
পরহিতে না লাগলে তবে বৃথাজন্ম ,
শতকোটী প্রণাম প্রভূ তোমার পদে
এমন ভাগ্যই যেন জোটে জন্ম জন্ম ॥