রোজ গেল প্রোপোজও গেল
চকলেট খেয়ে টেডিরা এলো
সাথে করে নিয়ে আসে আস্বস্ততার দিন ,

কে কি ভাবে রাখবে কথা
হিয়ায় কারোর গভীর ব্যথা
অপেক্ষাতে ছিল হয়তো আগের চারটি দিন ।

গোলাপগুলোর নেতালো হাল
সুপারফ্লপ , প্রোপোজ বেহাল
হৃদমাঝারে গহীন আশা প্রহর গোনার ক্ষণ ,

চকলেট হল না পাওয়া
টেডি অতিরিক্ত চাওয়া
অপ্রাপ্তির পূর্ণতায় আক্ষেপ বিষন্নতার মন ।

প্রতিশ্রুতি নিজের লোকে
আশাণ্বিত আলোক চোখে
বেহিসাবী খুশীতে ভাসে নিজের প্রিয়জন ,

বন্ধুত্বের প্রতিশ্রুতি
থাকবো আমরা চিরসাথী
হাতের পরে হাত রেখে বলি তোরা আপনজন ।

শৈশবে করেছ লালন
কর্তব্য সদা করবো পালন
দুঃশ্চিন্তা করো না কভূ থাকবো তোমাদের পাশে ,

সেরার সেরা প্রমিশ করা
আবেগে অশ্রু চক্ষু ভরা
পিতামাতার দিনযাপন নিশ্চিত ভবিষ্যত আশে ॥