চোখে যে আজ জ্ঞানের আলো !
বিচার করি মন্দ ভালো !
ঠিক ভুল সব চিনেই নিই ,
কাদের জন্য !! বলতে পারবে কি...!!

গলার সাথে গলা মিলিয়ে !!
নামতা ধারাপাত নেয়া ঝালিয়ে !!
বর্ণের সাথে বর্ণ মেলানো -
কাদের জন্য !! বলতে পারবে কি...!!

গোপাল অতি সুবোধ ছেলে-
পাঠ্যের ছলে শিক্ষা মেলে ,
মিলেমিশে থাকা একেক ক্লাসে
কাদের জন্য !! বলতে পারবে কি...!!

স্বার্থবিহীন মনের সেই টান-
ব্যবহার করেন সন্তান সমান !!
স্নেহের হাত এখনো মাথায় -
কাদের হাত !! বলতে পারবে কি...!!

জ্ঞানের আলো মনের কোলে -
উদয়াস্ত নিয়ম মেনেই চলে ,
অবস্থান যে করি আজ যেখানে...!!
কাদের আশীষে !! বলতে পারবে কি...!!

বলতে পারি উদাত্ত কণ্ঠে -
স্নেহ মাদকতায় ডুবে আকণ্ঠে ,
মানুষ গড়ার কারিগর যাঁরা...
পিতামাতা সহ সব শিক্ষক....তাঁরা ॥

কি বলো !! ঠিক বলেছি কি !!