ঘোলা মেঘে লোভ দেখায়
আজকে পড়বে সে ,
রোজ রোজ একই আকাশ
হায়রে কই সে আসে !!
ব্যথিত চিত্তে রোজ অপেক্ষা
হয় না তো অবসান ,
প্যাচপেচে ঘেমো দিনগুলো
জনজীবন পরিসান ।
আর কত ডাকবো রে তোকে
বিবেক কি হারিয়েছিস !
এত ক'রে চাইছি ঝর বরিষণ
কই ওরে ঝরছিস্ !
আয় না বৃষ্টি ঝেঁপে ঝেঁপে
ঘুচিয়ে দে ধরণী তৃষা ,
আষাঢ় যে শেষ হতে যায়
রোজ রোজ হত আশা ॥