আকাশটা স্লেটরঙা
জলে তার প্রতিচ্ছবি ,
আনচান করা মন
মেঘে ঢাকা দিন রবি ।
বিদ্যাধরীর এই খাল
জোয়ারের জলে ভরা ,
এখানে যে বৃষ্টি নেই
শুষ্কতায় ধ'রে জ্বরা ।
চাষীদের হাত মাথায়
চাষটা কিভাবে হবে !
মাঠে মাঠে পাটগাছ
কিভাবে জাগ দেবে !!
উত্তরে ভাসে নদীকূল
দক্ষিণে শুকনো সব ,
হায় রে পোড়াকপাল
গেল গেল গেল রব ॥
••• ১৩|৭|১৯ •••