জীবনে চলার পথের কোনো এক বাঁকে
হঠাৎ কোনো পরিচয় হৃদয়ে আঁচড় কাটে ,
কি যেন সে আকুলি বিকুলি বুকের দহন
বুঝবে না কেউ নিভৃতের অকাল শোকবহন ।
পথচলতি মানুষের ঠিকানা-বিহীন পরিচয়
দাগ কাটে অজান্তে মনে কেঁদে ওঠে হৃদয় ,
চিরনতুনের দেশের বাসিন্দা হয়েছে জেনে
শোকাকুল হিয়া কাঁদে বড় আপনার মেনে ।
কত জনমের বন্ধু তুমি কত রকম কথা
ভাগ বাটোয়ারা ক্ষণেকের সুখদুখ ব্যথা ,
হঠাৎ হারিয়ে যাওয়া অজানা পথের শেষে
পায়ে পায়ে সাঙ্গ চলা...নিঃশ্চুপ যাত্রাশেষে ।
না তার জন্ম আছে না মৃত্যু চিরনবীনের
নাই অতীত নাই ভবিষ্যৎ অমৃতের সন্তানের ,
নিত্য শাশ্বত চির অবিনশ্বর পুরোনো আত্মা
বর্তমানের মায়া ত্যজে নিরাকার পরমাত্মা ॥