আমানির স্বপ্ন
••••••••••••••••
কিবা প্রয়োজন খাগের কলম....!!!
কিংবা দামি বাহারি মশী---
একালের যুদ্ধে লাগে না -
খাপখোলা ধারালো অসি ।
আঙ্গুলের আদুরে স্পর্শ....
ফোটাই মন-কবিতায় হর্ষ ।
সহৃদয় আন্তরিকতা আর...
আতিথেয়তার বড্ড অভাব -
কালস্রোতে গেছে ভেসে,
এটাই এখন চলিত স্বভাব ।
সোহাগ ভ'রে আজ....
ভুলেও ডাকে না কেউ -
খেয়ে যাও একমুঠো ডাল ভাত ।
অভাবী মায়ের আপ্রাণ চেষ্টা ,
স্বপ্নপূরণের স্বপ্ন-----
দুবেলা দুমুঠো অন্ন -
সন্তানের মুখের গ্রাস -
বৃথা সে প্রচেষ্টা...গভীর দীর্ঘশ্বাস ।
জঠর জ্বালায় জীবন বিপন্ন...
বিপন্ন দৈনন্দিন জীবন ,
সম্মান এখন বড়ই ঠুনকো -
অর্থের প্রাচুর্য্য যে তার মাপন ।
একই জল হাওয়া একই মাটি তবু--
বিভেদ ,দলাদলি আর ধর্ষণ....
মান হুঁশ অমিল যত করো হৃদকর্ষণ ।
নুন আনতে পান্তা ফুরায়....
এমনি দশা যে মায়ের...!!!
নতুন ক'রে স্বপ্ন দেখায়---
একথালা ধূমায়িত ভাতের ।
চোখের জল বয়ে গন্ডধারে ,
ঝরায় আগুনে লেখা---!!!
ও মা তুই নতুন করে...
তোর ক্ষুধার্ত সন্তানকে -
আমানির স্বপ্ন দেখা ।।