সকাল সকাল গাছের তলে বসে !!
স্কুলে যাবার পাট গেছে কি চুকে ?
চিন্তা মুখে আদুল গায়ে কেন...!!
ঠাণ্ডা লাগিয়ে কষ্ট পাবি যে বুকে ।
বুঝতে পারছি এমন দশা কেন
অকালে তোর হারিয়েছে শৈশব ,
গরুছাগল চড়াতে আসা রোজ
তোর ঘরে নেই বিত্তের বৈভব ।
একটা কথা বলছি শোন ছেলে
শিক্ষার অধিকার সবার জন্য খোলা ,
মিড ডে মিলের ব্যবস্থা আছে ইস্কুলে
লেখাপড়ায় হোস না আত্মভোলা ।
সবার জীবন হয় না গোলাপশয্যা
আলোর দিশা খুঁজে নিতে হয় ,
বুক চিতিয়ে সততার পথে চল
দেখবি নিশ্চিত হবেই হবে জয় ॥
~ ●●●● ~