আলাপন
*******
প্রকৃতির কোলের নানান ফুলে...
সেজেছে মা বসুন্ধরা ,
রাগ অনুরাগের আলাপী সুরে....
স্থায়ী আর অন্তরা ।
গুণগুণিয়ে ওঠে মোর মন...
বসন্ত রাগের আলাপনে ,
রঙ বেরঙা রঙগুলি সব...
সাজাই যে সযতনে ।
রক্তিম রঙা যত ফুলরাশি...
মনেতে করি লালন ,
গোলাপী ফুলের সুগন্ধী সৌরভ...
সুরভিত মন কানন ।
পিঙ্গলরঙা দেখি যত ফুল...
ভালোবেসে রাখা মনে ,
সবগুলি দেব তোমাকেই প্রিয়...
আজ ভ্যালেন্টাইন দিনে ।
এমন করেই ভাবে যতেক...
কিশোর কিশোরী মন ,
ভাবুক কবি ভাবেন বসে...
শব্দ বিন্যাসী আলাপন ।
*১৪|২|১৯*