সবুজ বনানী হেরি চারিদিক চোখ মেলে...
যদি হেঁটে যাওয়া যায় বনপথে অবহেলে ,
মিঠে ছায়া গায়ে মাখা মিঠে বায়ু খেলে যায়...
চুপিচুপি কত কথা কানে কানে বলে হায়।
চক্ষুবারি দেখা পাবে যদি ফেলে প্রাণীতে...
গাছপালা-বেদনা মোরা পারি না তো হেরিতে ,
সমব্যথী ওরা ভারি ভাবে শুধু উন্নয়ন...
জীবজগৎ বিপন্ন কোপ মারে উষ্ণায়ন ।
অবাধ বৃক্ষনাশ ঘরে ঘরে এসি আজ...
শহুরেজীবনে আছে শুধু রব সাজ সাজ ,
কঙ্ক্রীটের বনে কেবল তপ্ত সব কিছু...
দূষিত বায়..চৌদিকে ধায়..প্রাণ,পিছুপিছু।
ক্ষণ ভুলে আজ অসময়ে ঋতুপর্যায়...
ভালো নয় সব সময় কু-টা বেশ বজায় ,
পদে পদে দূষণে আবদ্ধ জটিলফাঁস...
প্রাণীকূলে নাভিশ্বাস প্রাণেতে হাঁসফাঁস ।
পৃথ্বী মাতৃসমা রক্ষাতে হই সামিল...
খুঁজে দেখা কত স্পিসিস এখনি অমিল ,
ভার হবে বেসামাল পরিবেশ বিপন্ন...
ধ্বংসের স্তুপ হবে জুটবে না অন্ন ।
গাছ লাগাও প্রাণ বাঁচাও বিস্মৃত মনে...
নিজগৃহে শুরু হোক ধাপ প্রথম যতনে ,
সমুখে বিপদ খুব যদি থাকা অচেতন...
মুক্তি নাই নাই হতেই হবে সচেতন ॥
২২|৪|১৯