অনেকটা পথ অতিক্রান্ত
ক্লান্ত অবসন্ন এ দেহ ,
রোগ জর্জর শরীরটাতে
রক্তের চাপ ও মধুমেহ ।
সর্বাঙ্গে আজ বলিরেখা
রূপোলী রঙটা চুলে ,
গিঁটে যন্ত্রণা হাঁটুতে বাত
রাখা রাতে দাঁত খুলে ।
মাংসের হাড় চিবাতে যে সাধ
মাছের মুড়ো পেলে খাবো ,
হায়রে কপাল নেই যে দাঁত !!
এ দুঃখ কোথায় রাখবো !
হজম হয় না পেট গড়গড়
মুঠো মুঠো লাগে বড়ি ,
কোথায় গেল অতীত বসন্ত
মনের দুঃখে আজ মরি ।
জনমের ক্ষণে গোটা মোমবাতি
আজ সে শেষের দিকে ,
মৃদু বাতাসেই করে দপদপ
কত আর রাখি ঢেকে...!!
খনখনে গলা নেঁকো নেঁকো সুর
কথাগুলো যায় ফসকে ,
শুধু মনে হয় কি হয় কি হয়
কবে যাবো বুঝি টসকে ॥
••••••••••••••••••••••••১১|৯|১৯✍ঝুমুর বিশ্বাস••