কোন অজানায় দিচ্ছি পারি
নিত্য হাঁটছি সেই পানে ,
কি আকর্ষণ সেই সে পথের !
হাত ধরে কে নিত্য টানে !!
জেনেশুনেও হাসছি খেলছি
মত্ত থাকি সব নিয়ে ,
ছুটছি পড়ছি উঠছি ফের
কর্ম করা বুদ্ধি দিয়ে ।
সময়ের সাথে পাল্লা রেখে
স্রোতের মুখে গা ভাসাই ,
পিছিয়ে যদি পড়েছি কখনো
গ্রাস করে---হতাশায় ॥
~●●●~