কই আগের মতো আর ডাকো না তো আমায়
তোমার দেয়া সেই নামটি ধরে ,
হারিয়ে গেছে কি সে নাম শতেক মানুষের ভিড়ে ।
অপেক্ষার হয় না নিরসন এক সাগর তৃষ্ণা বুকে
এই বুঝি ডাকবে সেই চেনা নামে ,
ভালোবাসার সে নাম হারিয়েছে অমানিশা যামে ।
হারিয়ে গেছি আমি তোমার সুখস্মৃতির অন্তরালে
বেশ তবে তাই হোক নাই বা ডাকলে কাছে ,
অতৃপ্ত ইচ্ছারা অনন্ত বাসনা নিয়ে জেগে আছে ।
এভাবেই হারায় কতো ভালোবাসা পথের বাঁকে
চেয়ে থাকে শ্রান্ত ক্লান্ত অবসন্ন দেহে ,
পরিযায়ী মন নিয়ে আশ্রয় খোঁজে প্রেমাতুর গেহে ॥