ভালো লাগে
চাঁদনী রাতে একা বসে,
মায়াবী অই চাঁদ দেখা।
ভালো লাগে
জানলার  পাশে,
বসে  কবিতা  লিখা।
ভালো লাগে
অন্ধকার  ঘরে,
একা একা জেগে থাকা।
ভালো লাগে
ছোট্ট  অন্তরে,
সপ্ন জমিয়ে রাখা।
ভালো লাগে
শূন্য  হিয়ায়,
কল্পনাতে ছবি আকা্ঁ।
ভালো লাগে
নিঃসঙ্গতায়,
কথা বলা একা একা।