তুমি আমার মালিক,প্রভু
তুমি  আমার  রব,
তোমাকেই বলি আমি
আমার  কথা  সব।
তুমি বুঝো আমার
সব  আকুলতা,
তোমাকেই বলি আমি
আমার সব কথা।
বলিনা তো আমি কিছু
কভু কারো কাছে,
তুমি ছাড়া আমার
কে  বলো  আছে।
তুমি তো দিয়েছো প্রভু
দু  নয়নে  আলো,
তোমাকেই প্রভু আমি
বাসি  কত  ভালো।
গায়ে তুমি বল দিলে
মুখে  দিলে  ভাষা,
বেঁচে থাকার সাধ দিলে
মনে  দিলে আশা।
তুমি তো মালিক আমার
প্রভু, তুমি আমার রব,
হৃদয় দিয়ে তেমাকেই
আমি করি অনুভব।