ছোট্ট বেলার দিনগুলো আজ
ভেসে উঠে স্মৃতির পাতায়,
আসবে না ফিরে সেই দিন গুলি আর
যেদিন চলে যায়।
ফিরে আসবে না সেই দুষ্টুমি আর
হবে না পুতুল খেলা,
হবে না আর সবার সাথে
নাবুঝে অকারণেই কথা বলা।
ছোট্ট বেলার দিন গুলি সব
ফিরে আর আসবে কি?
ছুটোছুটি আর হুড়োহুড়ি
ভালোবাসাতেও খুনসুটি।
যখন তখন অভিমানে
এটা ওটা বায়না ধরা,
সময় মত না পেলেই
দুঃখ পেয়ে কান্নাকাটি করা।
ভাইয়ের কাছে বকুনি খাওয়া
বাবার ঐ শাষণ,
মায়ের কোলে মুখ লুকিয়ে
সবই ভুলতো মন।
সেই ছোট্ট বেলা ফিরে পেলে
কতই ভালো হতো,
ছোট্ট ছোট্ট দুষ্টুমিতেই
জীবন কেটে যেতো।।