আমি এক সহজ কবি
সহজ ভাষায় লিখি,
জটিলতার ভাজ বুঝিনা
তাই সহজ নিয়েই থাকি।
মিথ্যা থেকে দুরে থাকি
সত্যতে পথ খুজি,
সরল সহজ জীবন আমার
শুধু সরলতাই বুঝি।
নিজের দুঃখে চোখ ভিজেনা
পরের দুঃখে কাদি,
হাসি ফুটে আমার মুখে
কারো মুখে,হাসি দেখি যদি।
আমার মতই আমি খুশী
কোনো ঝুট ঝামেলা নাই,
জটিল কঠিন বাদ দিয়ে সব
সরলতায় সুখ পাই।।