আমার পূব জানলাতে
একটা প্রজাপতি বসেছে,
সেই প্রজাপতিটা কি আমায়
কিছু বলতে এসেছে?
ভাবছি আমি তাকে
কেনো সে আমায় দেখে
এমন মুচকি মুচকি হাসে,
কেনই বা সে চুপটি করে
বসলো আমার জানলায় এসে।
সে কি কারু জন্য গুনছে প্রহর
মিষ্টি এই বিকেলে,
একটু খানি বাতাসেই সে
উঠছে কেনো দুলে।
তবে কি তার সময় শেষ
এখনি যাবে উড়ে?
তার সঙ্গী এলে তাকে নিয়ে
যাবে অনেক দুরে।
তার রঙিন উরু উরু দুটি পাখা
ছোট্ট দুটি চোখ,
লাগছে আমার ভীষন ভালো
দেখছি অপলক।