পুরুনো দিনকে পেছনে ফেলে
নতুন এসেছে আবার,
নতুন দিনের শুরুতে আজ
সপ্ন সাজাও নতুন আশার।
২০২৫ এর পহেলা জানুয়ারী
শুভ হোক তোমাদের নতুন বছর,
সকল না পাওয়ার বেদনা ভুলে
হাসি আনন্দে কাটুক দিন রাত্রি ভর।
নতুনে নতুন ভালোবাসা
দিলাম আজ উপহার,
সেই উপহার তোমরা যেনো
ঠাই দিও হৃদয়ে সবার।।