মনে যাদের না শান্তি মেলে
শান্তি বলো তারা কোথায় পায়,
সারা জীবন এমনি করেই
জীবন তাঁদের কেটে যায়।
সুখ তাঁদের হয়না পাওয়া
ব্যথায় ভরা জীবন ভর,
আপন তারা ভাবে যারে
সে ইতো তাঁদের করে পর।
তবু রাত পোহালে সবাই সুখী
নানান কাজে ব্যস্ত ভাই,
দিনের শেষে সুখ পাখিটার
কোথাও যে দেখা নাই।
ব্যস্ততার মুখোশ পড়ে
ভালো আছি বলে যায়,
ব্যস্ততার আড়ালে তারা
কত ব্যথার পাহাড় লুকায়।  
মনের ভেতর ধুঁকে ধুঁকে
কি ব্যথা যে কুঁড়ে খায়,
বেঁচে থেকেও যে তারা
মরণ যন্ত্রণা পায়।
তবু সুখের অভিনয়ে
কেউ কারো থেকে কম নয়,
এই বেশ ভালো আছি
হাসির ছলে বলতেই হয়।।