বিলাস বহুল বাড়ি আমার
সঙ্গে  গেলো  না,
একাই যাবার পথ ধরেছি
কেউ  সঙ্গী  হইলো।
একাই আমি এসেছিলাম
মিছে  এই  দুনিয়ায়,
একাই  আমায়  যাইতে
নিয়ে  যে  বিদায়।
সবাই কতো আপন ছিলো  
ছিলো কতো প্রিয়জন,
যাবার বেলায় একজনাকেও
পেলি  না  রে মন।
জনম জনম পাড় করিলি
ভালোবাসার  ছলে,
ভাবলি না যে একটি বারও
তুই একা মরন কালে।
কেমন করে যাবিরে তুই
খালি  হাতে  ফিরে,
কিছুই তো নাইযে মন তোর
একা  মাটির  ঘরে।
সাপ বিচ্ছুতে বোঝাই করা
ছোট্ট  মাটির  ঘর,
কি ভয়ানক হবে যে অই
অন্ধকার   কবর।।