আকাশের ঐ কালো মেঘ
চাঁদকে যখন ঢেকে দেয়,
ক্ষণিকের এই অন্ধকারে
বলো পৃথিবীর কি আসে যায়।
ক্ষাণিক পরেই হাসবে চাঁদ
পৃথিবী ভাসবে চাঁদের আলোয়,
মিটি মিটি জ্বলবে তাঁরা
অন্ধকার আর আলো ছায়ায়।
জোনাকিরাও জ্বালবে আলো
রাতকে ভালোবেসে,
রাতের পাখি গাইবে গান
মিষ্টি আবেশে।
ভোরের আলো ফুটবে পরে
করে অন্ধকারের অবসান,
ক্ষণিকের এই অন্ধকার
শুধু আলো ছায়ার ব্যবধান।।