দিন যখন শেষ হয়ে যায়
কেনো আসে আবার রাত,
সুখেই যদি আছি আমি
তাতে দুঃখ কেনো বাড়ায় হাত।
বুকের পাঁজর ভেঙে
মনটা যায় উড়ে,
ঐ আকাশের বুকে নয়
তারও অনেক দুরে।
মনের ভেতর ছোট্ট ঘর
ভাঙ্গে যখন দমকা ঝড়ে,
কান্নাটা যে বাঁধ মানে না
জলে চোখ দুটি যায় ভরে।
হাসিটাও মিলিয়ে যায়
হঠাৎ ধীরে ধীরে,
মনটা তবুও সপ্ন দেখে
ভাঙ্গে যদিও তা দমকা ঝড়ে।
সুখেই যদি থাকবো আমি
ঝড় উঠে কেন বারে বারে।।