হেমন্তের সকাল
হিম হিম হাওয়া,  
দারুণ এক অনুভুতি,
লাগে শীতের ছোঁয়া।  
ঘাসের ডগায়
কুয়াশার জল,
ঝরা ফুলে ভরা
বকুলের তল।
চলো সখি যাই
শৈশবে ফিরে,
মালা গেঁথে নিই
যত ফুল ঝরে।
কার মালা কতো
বড় হয় দেখি,
আজ শৈশবে ফিরে
চলো যাই সখি।।