বিদায়েরও বানী
তোলে সুর ধ্বনি,
যাবার সময় হয়ে এলো তাই।
ঘুচাতে হবে জানি
সকল ঋনিধিনি,
আর তো বেশি দেরি নাই।
লোকে করে কানাকানি
কেনো যাবো আমি এখনি,
সুখের পৃথিবী ছেড়ে।
তবু যেতে হবে জানি
ছেড়ে এই কুল খানি,
পাপের বোঝা নিয়ে ঘাড়ে।
যখন ডাকিবেন তিনি
যেতে হবে তখনি,
সকল কিছুকে ভুলে।
তাই আমি শুনি
সেই বিদায়ের বানী,
যে এখনো রয়েছে আড়ালে।
ভেবে চোখে আসে পানি
জীবনের এই কাহিনী,
সমাপ্ত হবে জানি কখন।
তাই ভালোবাসা টানি
কোথাও আমি তো রাখিনি,
তবু কেনো ব্যথায় কাঁদে মন।