লিখবো না আর কবিতা
গাইবো না আর গান,
জীবনের ভালো লাগা গুলো সব
এখানেই হোক অবসান।
চলবো না আর কারো সাথে
বলবো না আর কোনো কথা,
আধার কালো হোক না জীবন
হোক না সবই দুঃখ ব্যথা।
শুনবো না আর ভালো কিছু
দেখবো না আর পৃথিবীকে,
ঘৃন্য যদি করে সবাই
করোক ঘৃণা এই আমাকে।
তবু আঁকবো না আর রঙিন ছবি
ভাসবো না আর চোখের জলে,
কাটাবো জীবন এমনি করে
আঁকি বুঁকি নানান ছলে।
মনে রাখবো না আর কোনো স্মৃতি
থাকবো না আর পথ চেয়ে,
পথ চলবো আমি একা একা
থাকবো আমি নিরব হয়ে।
ভাববো না আর কোনো কিছু
রইবো না আর ছন্নছাড়া,
সাজাবো জীবন এমনি করে
সঙ্গী বিহীন পথহারা।।