ভালোবাসা!

লিংকন
১৩/১২/২০২২

ভালোবাসাগুলো কেমন জানি,
কেমন জানি বিদঘুটে!
অগোছালো, এলোমেলো!

প্রিয় মানুষটা যখন পাশে থাকে,
রাজ্যের সুখ এসে ধরা দেয়,
ধরা দেয় প্রশান্তির আবেশ!
স্বপ্ন দেখায়,
রঙিন ভবিষ্যতের!
কল্পনার রাজ্যে বিচরন করায়,
নীল আকাশে ডানামেলে উড়ায়,
নেশাগ্রস্ত মোহাচ্ছন্নের মতো!

অথচ কখনো কখনো অশুভ সময়ের আবর্তে,
কালোমেঘের আঁড়ালে হারিয়ে যায়
সেই স্বর্ণালী সুখের দিন!
পাড়ভাঙা নদীর মতো
ভাসিয়ে নিয়ে যায় স্বপ্নসুখের ঘর!
হারিয়ে যায় দুঃখের অতল সাগরে!

তবুও মানুষ বারবার আবদ্ধ হতে চায়,
আবদ্ধ হতে চায় ভালোবাসার বাহুডোরে!
আবার ফিরে আসে প্রিয়জনের বুকে
অজানা উষ্ণ সুখের আসায়!

মানুষ আবার ভালোবাসা খুঁজে-
শিশিরস্নাত ঘাসের ডগায়,
নীল ঘাসফুলে!
প্রজাপতির ডানায়!
নদীর বহতায়!
গাংচিলের ঠোঁটে!

পাঁজর ভাঙা কষ্ট নিয়ে
মানুষ চায় প্রিয়জনের হৃদয় নিঃসৃত
সবটুকু ভালোবাসা!
সবটুকু আবেগ অনুভূতির স্পর্শ!

সেই স্বপ্নে মানুষ বেঁচে থাকে,
প্রত্যাশায় দাঁড়িয়ে থাকে
নিরানন্দ জীবনের অন্তিম বেলাভূমিতে!