সাম্প্রদায়িকতা আর সাম্প্রদায়িকতা,
কতো শুনবো এই বিভৎস গান!
কতো নিবে আর অপরের প্রাণ?
ঝরাবে কতো রক্ত তুমি আর?
করবে কতো পদ্মা মেঘনা গঙ্গার
স্বচ্ছ জল রক্তের আবিরে রঞ্জিত?

পুড়বে কতো আর ঘরবাড়ি
ভাঙবে কতো মসজিদ প্যাগোডা,
মন্দিরের চূড়াখানি?

ক্ষান্ত হও! ক্ষান্ত হও!
এবার তুমি ক্ষান্ত হও!
আর কতো করবে ছলচাতুরী?

চেয়ে দেখো তুমি, ভাব একবার,
ধর্ম ভিন্ন মোদের,তবে রক্ত-মাংসে
মানুষ মোরা এক।
লাল রক্ত বহে তোমার আমার
শিরা ধমনি উপশিরায়।
চোখের জল সুখ -দুঃখ আবেগ অনুভুতি,
ভিন্ন নয় সবিই দেখো এক!

তবুও কেনো মানবতার জলাঞ্জলি?
একি ক্ষমতার অপব্যবহার নাকি!
ধর্মের নামে অরাজকতা?
মানবতাই যদি না থাকে,
ধর্ম তবে কিসের?

সাম্প্রদায়িকতা আর সাম্প্রদায়িকতা!
আর কতো এ গান মোরা শুনি?