তুমি সমুদ্র দেখবে,
আর আমি হারিয়ে যাবো
তোমার গভীর চোখে!

শঙ্খনীলের মতো
ডানামেলে দিবো
তোমার নীল আকাশে!

তুমি হারিয়ে যেও
সাগরের গভীরতায়!
আর আমি হারাবো তোমাতে!!