এ যুগে,
আধুনিকতার নামে,
বর্বরোচিত সময়ে,
অনিয়ম অনাচার অসভ্যতা আর
নীতিহীনতা দেখতে দেখতে
মানুষ আজ চুপ নয়!
মানুষ আজ স্তব্ধ শঙ্কিত!

অযোগ্যদের ক্ষমতায় আরোহণ,
নির্বোধ যুক্তিহীন উক্তি,
লজ্জাহীনদের মতো,
অন্যের ঘাড়ে দোষ চাঁপানোয়,
মানুষ আজ মর্মাহত!

প্রতিদিন খুন গুম ধর্ষণ দেখে
মানুষ এখন অভ্যস্ত,
মানুষ এখন ঘৃণা জানাতেও
ঘৃণাবোধ করে।
রাজনৈতিক দাপটের কাছে
মানুষ আজ পরাজিত!

মানববন্ধণ সভা মিছিল মিটিংয়ে
এখন আর কিছু হয় না,
সময়ের ক্ষেপণমাত্র,
আত্মার গোঙ্গানি!
মানুষ আজ অসহায় !

পরিবর্তন চাই,
চাই সময়ের পরিবর্তন!
চাই নীতির পরিবর্তন!
চাই অমানুষদের মানুষ
হয়ে উঠার পরিবর্তন!