কাল তো বসন্ত!
তুমি না হয় টিয়ে রঙের শাড়ি আর
কাঁচের লাল চুড়ি পড়ে নিও!
বাঙালী বধূর বেশে!
দেখবে টিয়ে পাখীটাও
ঈর্ষায় চোখ লুকাবে,
নীল আকাশের কোলে,
তোমার লাবণ্যতা দেখে।

শিমুল পলাশ অপরাজিতা আর
হলুদ নয়নতারাকে বলে দিবো
তোমায় অভিবাদন জানাতে।
আলতা পায়ে হেঁটে এসো তুমি
সবুজ ঘাস মাড়িয়ে!
চিত্রানদীর পাড়ে!

ঠিক সন্ধ্যাবেলায়
সূর্যটা যখন ডুবে যাবে
ধূসর দিগন্তের ওপারে,
আকাশে উঁকি দিও তুমি,
সপ্তর্ষিমণ্ডলের সব'কটা তারাকে
বলে দিবো তোমার জন্য
দীপশিখা জ্বালিয়ে দিতে!

আকাশের ঐ অরুন্ধতীকে বলে দিবো
মিতালী পাতো না তুমি
তোমারই মতো আর এক উজ্জ্বল নক্ষত্র
মাটির কোলঘেঁষে থাকা
আর এক অরুন্ধতীর সাথে!
সেও তোমায় বসন্তের শুভেচ্ছা জানাবে
মিতালী করবে বলে!

কাল তো বসন্ত!
তুমি বাঙালী বধূর বেশে
টিয়ে রঙের শাড়ি পড়িও
মাথায় টিকলি দিয়ে,

আর
আমার হাতে থাকবে একগুচ্ছ লাল গোলাপ,
তোমারই প্রতীক্ষায় চেয়ে!